Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

‘রাখিব নিরাপদ’  ‘দেখাব আলোর পথ’

জেলা কারাগার, চাঁপাইনবাবগঞ্জ এর তথ্য বাতায়নে স্বাগতম।


শিরোনাম
স্মার্ট সেবা
বিস্তারিত

ক.

প্রেক্ষাপট

কারাগারের সেবাসমূহ ও কারাগার সম্পর্কিত তথ্যাদি স্বল্প সময়ের মধ্যে অবহিত করণ।

খ.

উদ্দেশ্যসমূহ

দর্শনার্থী ও সেবা প্রত্যাশীদের সেবা সহজীকরণ।

গ.

বাস্তবায়নের সময়কাল

২৫.০৩.২০২৩

ঘ.

কার্যক্রম

বন্দি সাক্ষাতের আবেদন, বন্দির পিসিতে টাকা জমা, ওকালতনামা স্বাক্ষর, বন্দি জামিন/খালাশের তালিকা দ্রুত করণ। দর্শনার্থী মায়ের সাথে আগত শিশুদের মাতৃদুগ্ধ পান কেন্দ্র পৃথকীকরণ। কারা ক্যান্টিন হতে মালামাল  ক্রয় করে বন্দির নিকট দ্রুত প্রেরণ। বয়স্ক দর্শনার্থী ও সাধারণ দর্শনার্থীদের আলাদা আলাদা বসার ব্যবস্থা এবং সুপেয় পানি পানের ব্যবস্থা করণ। এছাড়া প্রতি সপ্তাহে গণশুনানীর আায়োজন করা হয়।

ঙ.

ভবিষ্যৎ পরিকল্পনা ও টেকসইকরণে গৃহীত পদক্ষেপ

চলমান কার্যক্রম ছাড়াও ভবিষ্যতে অনলাইনে বন্দি সাক্ষাতের আবেদনের ব্যবস্থা গ্রহণ।  উল্লিখিত কার্যক্রম টেকসইকরণে জনবল বৃদ্ধি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চ.

বাস্তবায়ানে চ্যালেঞ্জসমূহ ও চ্যালেঞ্জ মোকাবেলা পদক্ষেপ

কার্যক্রমগুলি বাস্তবায়নে জনবল প্রয়োজন। এ লক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষ সমীপে অবহিত করা হয়েছে।

ছ.

অংশীজন ও উদ্যোগের সঙ্গে তাদের সম্পৃক্ততা

বয়স্ক দর্শনার্থীদের জন্য আলাদাভাবে বসার স্থান নির্ধারণ করা হয়েছে। ইন্টারকমের মাধ্যমে তথ্যাদি প্রদান।

জ.

উপকারভোগী/কর্মসংস্থানের সৃষ্টি/ মানব সম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানের ভূমিকা

মানব সম্পদ উন্নয়নে কারাভ্যন্তরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। নিরক্ষরদের স্বাক্ষর জ্ঞান, ধর্মীয় শিক্ষা প্রদান এবং শিক্ষিত বন্দিদের জন্য সাধারণ পাঠাগারের পাশাপাশি বঙ্গবন্ধু বুক কর্ণারের মাধ্যমে বিভিন্ন প্রকার বই সংগ্রহ পূর্বক পাঠদানের ব্যবস্থা করণ।

ঝ.

সম্পৃক্ততা (টেকসই উন্নয়ন লক্ষ্য, জাতীয় আইসিটি নীতিমালা ইত্যাদি)

এসডিজি সূচকের ২ অনুযায়ী বন্দিদের খাবার ও খাবারের মান নিশ্চিত করণার্থে ডিজিটিাল প্রদ্ধতিতে ওজনসহ ক্যামেরায় ছবি ধারণ করে নিয়মিত উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে।

ঞ.

সৃস্ট প্রভাব/পরিবর্তন

বন্দিদের খাবার স্কেল মোতাবেক সঠিক ওজন বুঝিয়ে বন্টনের ফলে বন্দির ‍পুষ্টির মান বৃদ্ধি পেয়েছে।

ট.

আর্থ সামাজিক উন্নয়নে অবদান/প্রভাব

কারাগার হতে মুক্তি প্রাপ্তির পর সমাজে ফিরে গিয়ে পরিবারের ব্যয়ভার বহনে অবদান রাখছেন।

ঠ.

পরিবেশ বান্ধব ও ব্যবহার বান্ধব

বন্দিদের চিকিৎসাসেবা নিম্চিত  করণসহ আগত সেবা প্রত্যাশী/দর্শনার্থীদের মাঝে স্বাস্থ্য বিধি অনুসরণ করে সেবা প্রদান।


ড.

উদ্যোগটির সম্প্রসারণ

চলমান কার্যক্রম ছাড়াও ভবিষ্যতে অনলাইনে বন্দি সাক্ষাতের আবেদনের ব্যবস্থা গ্রহণ।

ঢ.

প্রতিষ্ঠানের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণা কার্যক্রমের উদ্যেগ

বন্দিদের প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি করণ।


ডাউনলোড