Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার এর তথ্য বাতায়নে স্বাগতম । কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে । সার্বক্ষনিক যোগাযোগ করুণ-+8802588893316 


ভবিষ্যৎ পরিকল্পনা

১। কারাগারকে সংশোধনাগার হিসেবে রুপান্তর করা।

২। কারাগার থেকে মুক্তির পর প্রত্যেক বন্দী যাতে অপরাধমুক্ত জীবন যাপন করতে পারে সে লক্ষ্যে আধুনিক বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে ক্ষ জনশক্তিতে রুপান্তর করণ।

৩। সদাশয় সরকারের নির্দেশনা মোতাবেক কারাগারে আটক বন্দী তাদের নিকট আত্বীয়-স্বজনের সাথে টেলিফোনে কথা বলার সুযোগ সৃষ্ঠি করণ।

৪। কারাগারের প্রতিটি শাখায় -সার্ভিসিং এর ব্যবস্থা করণ।

৫। দর্শনার্থীদেরকে উন্নত প্রযুক্তি নির্ভর তল্লাশী পূর্বক কারাগারের নিরাপত্তা নিশ্চিত করণ।

৬। সেবা প্রত্যাশী দর্শনার্থীদেরকে প্রযুক্তি নির্ভর তথ্য সেবা প্রদান। 

৭। উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা করণ।

৮। শিক্ষা কার্যক্রমের উন্নয়নের মাধ্যমে বন্দীদের শিক্ষ স্বাবলম্বী করণ।

৯। আইনগত সহায়তা প্রাপ্তিকে সহজলভ্য সহজ বোধ্য করণ।

১০। কারাগারকে ১০০মাদকমুক্ত রাখা।

১১। কারা কর্মকর্তা কর্মচারীদের যুগোপযোগী উন্নত প্রশিক্ষণের মাধ্যমে ক্ষ জনবলে রুপান্তর করণ।