Wellcome to National Portal
Main Comtent Skiped

Welcome to the information portal of District Jail, Chapainawabganj.


Ek nozore

এক নজরে বাংলাদেশ কারা বিভাগ


কারাগার আধুনিক সভ্যতায় বন্দিদের সংশোধন ও সুপ্রশিক্ষিত করে সভ্য সমাজের মানুষ হিসেবে গড়ে তোলার প্রতিষ্ঠান। বিভিন্ন কারণে মানুষ অপরাধের সাথে জড়িয়ে পড়তে পারে। আইন অনুসারে শাস্তি প্রদানের পাশাপাশি তাকে সংশোধন করে গড়ে তোলার দায়িত্ব বাংলাদেশ কারা বিভাগের। “রাখিব নিরাপদ দেখাব আলোর পথ’’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে দেশের কারাগারসমূহে আগত বিপথগামী লোকদের সঠিক প্রেষণা প্রদানের মাধ্যমে তাদের কৃত ভুল বুঝতে সহায়তা করা ও সংশোধন করা এবং বর্তমান যুগের সথে তাল মিলিয়ে সঠিক প্রশিক্ষণ প্রদান করে দক্ষ মানব সম্পদ হিসেবে সমাজে ফিরিয়ে দেয়ার লক্ষ্যে কারা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ইতিহাস


কারা বিভাগ বাংলাদেশের একটি সুপ্রাচীন প্রতিষ্ঠান। ১৭৮৮ সালে তৎকালীন শাসকদের দ্বারা একটি ক্রিমিনাল ওয়ার্ড নির্মাণের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারের তথা কারা বিভাগের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৮১৮ সালে রাজবন্দিদের আটকার্থে বেঙ্গল বিধি জারি করা হয়। ১৮৩৬ সালে জেলা ও তৎকালীন মহকুমা সদর ঢাকা, রাজশাহী, যশোর ও কুমিল্লায় কারাগার নির্মাণ করা হয়। পরবর্তীতে ১৯২৯ সালে ঢাকা ও রাজশাহী কারাগারকে কেন্দ্রীয় কারাগার হিসেবে ঘোষণা দেয়া হয়।

এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জেল বা বি,ডি,জে এর যাত্রা শুরু হয়। বর্তমানে বাংলাদেশে ১৩ টি কেন্দ্রীয় কারাগার ও ৫৫টি জেলা কারাগার রয়েছে।


প্রশাসনিক অবকাঠামো


কারা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের criminal justice system এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কারা সদর দপ্তর, ৭টি বিভাগীয় কারা দপ্তর এবং ৬৮টি কারাগার নিয়ে বাংলাদেশের কারা বিভাগ গঠিত। কারা বিভাগের সকল কাজকর্ম কারা সদর দপ্তর থেকে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে। কারা মহাপরিদর্শকের নেতৃত্বে ১ জন অতিঃ কারা মহাপরিদর্শক ও ৮ জন কারা উপ-মহাপরিদর্শকের সমন্বয়ে কারা বিভাগের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। কারাগার পর্যায়ে জেল সুপার / সিনিয়র জেল সুপার দপ্তর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারটি সাব জেল হিসেবে ১৯৭৫ সালে স্থাপিত হয় এবং পরবর্তীতে কারাগারের বন্দি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে ১৯৮১ সালে শহরের মধ্যস্থল হতে সরিয়ে ২/৩ কি: মি: দূরে স্বরূপনগর নামক স্থানে তৈরী হয়েছে। ১৯৮৮ সালে কারাগারটি জেলা কারাগারে উন্নীত হয়।

আয়তন ও অবস্থান : চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারটি জেলা সদরে অবস্থিত। এর পূর্ব দিকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা মহাসড়ক, দক্ষিণ-পূর্ব দিকে উপজেলা পরিষদ এবং অন্যান্য দিকে আবাসিক এলাকা রয়েছে। কারাগারটি গোলাকৃতির।

জমির পরিমাণ

কারাগারের মোট জমির পরিমাণ-১১.৫১ একর , পেরিমিটার ওয়ালের বাহিরে-৭.৫১ একর, পেরিমিটার ওয়ালের অভ্যন্তরে- ৪.০০ একর